আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫২৬
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫২৬. হযরত উবায়দ ইবন উমায়র (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, পুলসিরাত জাহান্নামের উপর, এবং তরবারির ধারের মত। তার দুই পার্শ্বে রয়েছে আলেক হুক ও সা'দান বৃক্ষ। মানুষ তার উপর চড়বে। তখন তারা ছোঁ মেরে আটকে রাখবে। সেই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ রয়েছে, নিশ্চয় একটি হুক দিয়ে রাবী'আ ও মুযার গোত্র দু'টির লোকজনের চেয়ে অধিক সংখ্যক লোককে আটকানো হবে।
(বায়হাকী মুরসাল ও উবায়দ ইবন উমায়র-এর উপর মাওকুফ উভয় সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5526- وَعَن عبيد بن عُمَيْر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الصِّرَاط على جَهَنَّم مثل حرف السَّيْف بجنبتيه الكلاليب والحسك فيركبه النَّاس فيختطفون وَالَّذِي نَفسِي بِيَدِهِ وَإنَّهُ ليؤخذ بالكلوب الْوَاحِد أَكثر من ربيعَة وَمُضر

رَوَاهُ الْبَيْهَقِيّ مُرْسلا وموقوفا على عبيد بن عُمَيْر أَيْضا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫২৬ | মুসলিম বাংলা