আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫৩৫
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: শাফা'আত ইত্যাদির বর্ণনা
৫৫৩৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেন, আমি আমার উম্মাতের (পুলসিরাত) অতিক্রম করার অপেক্ষায় দাঁড়িয়ে থাকব। তখন ঈসা (আ) আসবেন। তিনি বলেন, ঈসা (আ) বলবেন, হে মুহাম্মদ! এসব নবী আপনার কাছে এসেছেন, তাঁরা প্রার্থনা করছেন, অথবা বলেছেন, তাঁরা আপনার কাছে সমবেত হচ্ছেন, তাঁরা আল্লাহর কাছে প্রার্থনা করছেন, মানুষ যেহেতু মহা সংকটে পতিত, তাই তিনি যেন জাতিসমূহের যেরূপ ইচ্ছে অর্থাৎ যেখানে ইচ্ছে দিয়ে ফায়সালা করে দেন। তখন মানুষ আকর্ণ ঘামে ডুবে থাকবে। কিন্তু মু'মিনের জন্য তা হবে (সর্দি জনিত শ্লেষ্মার মত, পক্ষান্তরে কাফিরের উপর মৃত্যুর অবস্থা বিরাজ করবে। তিনি বলবেন, হে ঈসা। আমি আপনার কাছে ফিরে আসা পর্যন্ত আপনি অপেক্ষা করুন। রাবী বলেন, তারপর আল্লাহর নবী বেরিয়ে যাবেন এবং আরশের নিচে গিয়ে দাঁড়াবেন। তিনি সেখানে এমন মর্যাদা লাভ করবেন, যা কোন মনোনীত ফিরিশতা অথবা কোন প্রেরিত রাসূল লাভ করেন নি। তখন আল্লাহ্ তা'আলা জিবরীল (আ)-এর কাছে ওহী প্রেরণ করবেন যে, মুহাম্মদ-এর কাছে যাও এবং তাঁকে বল, আপনি আপনার মাথা তুলুন। আপনি প্রার্থনা করুন। আপনার প্রার্থনা মঞ্জুর করা হবে। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। তিনি বলেন, তখন আমি আমার উম্মাতের ব্যাপারে সুপারিশ করব, যেন প্রতি নিরানব্বই জন থেকে একজন মানুষ বের করা হয়। তিনি বলেন, আমি আমার প্রতিপালকের কাছে বারবার যেতে থাকব। যেখানেই আমি দাঁড়াব, সেখানে আমি সুপারিশ করব, যে পর্যন্ত না আল্লাহ্ তা'আলা আমাকে এ ব্যাপারে এ বলে অধিকার দেন যে, আপনার উম্মত তথা আল্লাহর সৃষ্টির মধ্যে যে ব্যক্তি একদিন নিষ্ঠার সাথে সাক্ষ্য দিয়েছে যে, "আল্লাহ্ ব্যতীত অন্য কোন মা'বুদ নেই” এবং এরই উপর মৃত্যুমুখে পতিত হয়েছে, তাকে আপনি (জান্নাতে) দাখিল করুন।
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের বর্ণনাকারীগণ সহীহ্ হাদীসের ক্ষেত্রে গ্রহণযোগ্য।)
كتاب البعث
فصل فِي الشَّفَاعَة وَغَيرهَا
5535- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ حَدثنِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِنِّي لقائم أنْتَظر أمتِي تعبر إِذْ جَاءَ عِيسَى عَلَيْهِ السَّلَام قَالَ فَقَالَ هَذِه الْأَنْبِيَاء قد جاءتك يَا مُحَمَّد يسْأَلُون أَو قَالَ يَجْتَمعُونَ إِلَيْك يدعونَ الله أَن يفرق بَين جمع الْأُمَم إِلَى حَيْثُ يَشَاء لعظم مَا هم فِيهِ فالخلق ملجمون فِي الْعرق فَأَما الْمُؤمن فَهُوَ عَلَيْهِ كالزكمة وَأما الْكَافِر فيتغشاه الْمَوْت قَالَ يَا عِيسَى انْتظر حَتَّى أرجع إِلَيْك
قَالَ وَذهب نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَامَ تَحت الْعَرْش فلقي مَا لم يلق ملك مصطفى وَلَا نَبِي مُرْسل فَأوحى الله إِلَى جِبْرِيل عَلَيْهِ السَّلَام أَن اذْهَبْ إِلَى مُحَمَّد فَقل لَهُ ارْفَعْ رَأسك سل تعطه وَاشْفَعْ تشفع
قَالَ فشفعت فِي أمتِي أَن أخرج من كل تِسْعَة وَتِسْعين إنْسَانا وَاحِدًا
قَالَ فَمَا زلت أتردد على رَبِّي فَلَا أقوم فِيهِ مقَاما إِلَّا شفعت حَتَّى أَعْطَانِي الله من ذَلِك أَن قَالَ أَدخل من أمتك من خلق الله من شهد أَن لَا إِلَه إِلَّا الله يَوْمًا وَاحِدًا مخلصا وَمَات على ذَلِك

رَوَاهُ أَحْمد وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫৩৫ | মুসলিম বাংলা