আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫২৪
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫২৪. হযরত কায়স ইব্‌ন আবু হাযিম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ্ ইবন রাওয়াহা (রা)-এর মাথা তাঁর স্ত্রীর কোলে ছিল। তখন তিনি কাঁদলেন, ফলে তাঁর স্ত্রীও কেঁদে দিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন? তাঁর স্ত্রী বললেন, আমি আপনাকে কাঁদতে দেখলাম। তাই কেঁদে ফেললাম। তিনি বললেন, আমি আল্লাহ্ তা'আলার এ বাণীটি স্মরণ করলামঃ "তোমাদের প্রত্যেকেই জাহান্নামে প্রবেশ করতে হবে।” (১৯ঃ ৭১) আমি জানি না, আমি তা থেকে মুক্তি পাব, না-কি পাব না?
(হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5524- وَعَن قيس هُوَ ابْن أبي حَازِم قَالَ كَانَ عبد الله بن رَوَاحَة وَاضِعا رَأسه فِي حجر امْرَأَته فَبَكَتْ امْرَأَته فَقَالَ مَا يبكيك قَالَت رَأَيْتُك تبْكي فَبَكَيْت قَالَ إِنِّي ذكرت قَول الله تَعَالَى وَإِن مِنْكُم إِلَّا واردها مَرْيَم 17 وَلَا أَدْرِي أنجو مِنْهَا أم لَا
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا كَذَا قَالَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫২৪ | মুসলিম বাংলা