আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫২৩
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫২৩. হযরত আবু সুমায়্যা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, (জাহান্নামে) প্রবেশ করার ব্যাপারে আমাদের মতবিরোধ হল। আমাদের মধ্যে কেউ বলল, তাতে কোন মু'মিন প্রবেশ করবে না এবং কিছু লোক বলল, সবাই তাতে প্রবেশ করবে। এরপর যারা তাকওয়া অবলম্বন করল, তাদেরকে আল্লাহ্ তা'আলা মুক্তি দেবেন। তারপর জাবির ইবন আব্দুল্লাহ্ (রা)-এর সাথে আমার সাক্ষাৎ হল। আমি তাঁকে বললাম, এখানে (জাহান্নামে) প্রবেশ করার ব্যাপারে আমাদের মধ্যে মতবিরোধ হয়েছে। তিনি বললেন, তোমরা সবাই তাতে প্রবেশ করবে। আমি তাঁকে বললাম, এ ব্যাপারে আমাদের মতবিরোধ হয়েছে। আমাদের কেউ বলেছে, মু'মিন তাতে প্রবেশ করবে না, আর কেউ বলেছে, সবাই তাতে প্রবেশ করবে। তখন তিনি তাঁর দুই কানে তাঁর দুই আঙুল তুলে বললেন, কান দু'টি বধির হয়ে যাক, যদি আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনে না থাকি যে, (আয়াতে বর্ণিত) 'ওরূদ' মানে প্রবেশ করা। নেককার অথবা বদকার জাহান্নামে প্রবেশ করা ব্যতীত কেউই অবশিষ্ট থাকবে না। তবে মু'মিনদের জন্য জাহান্নাম শীতল ও আরামদায়ক হয়ে যাবে, যেমন ইব্রাহীম (আ)-এর জন্য হয়ে গিয়েছিল। এমন কি তাদের শীতলতার দরুন অগ্নির অথবা বলেছেন, জাহান্নামের চিৎকার বের হবে। এরপর আল্লাহ্ তা'আলা মুত্তাকীদেরকে মুক্তি দেবেন এবং যালিমদেরকে সেখানে রেখে দেবেন।
(আহমাদ হাদীসটি বর্ণনা করেছেন। এর সমস্ত বর্ণনাকারী নির্ভরযোগ্য এবং বায়হাকী ও হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5523- وَعَن أبي سميَّة قَالَ اخْتَلَفْنَا فِي الْوُرُود فَقَالَ بَعْضنَا لَا يدخلهَا مُؤمن وَقَالَ بَعْضنَا يدْخلُونَهَا جَمِيعًا ثمَّ يُنجي الله الَّذين اتَّقوا فَلَقِيت جَابر بن عبد الله فَقُلْنَا إِنَّا اخْتَلَفْنَا هَهُنَا فِي الْوُرُود فَقَالَ تردونها جَمِيعًا فَقلت لَهُ إِنَّا اخْتَلَفْنَا فِي ذَلِك فَقَالَ بَعْضنَا لَا يدخلهَا مُؤمن وَقَالَ بَعْضنَا يدْخلُونَهَا جَمِيعًا فَأَهوى بِأُصْبُعَيْهِ إِلَى أُذُنَيْهِ وَقَالَ صمتا إِن لم أكن سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الْوُرُود الدُّخُول لَا يبْقى بر وَلَا فَاجر إِلَّا دَخلهَا فَتكون على الْمُؤمنِينَ بردا وَسلَامًا كَمَا كَانَت على إِبْرَاهِيم حَتَّى إِن للنار أَو قَالَ لِجَهَنَّم ضَجِيجًا من بردهمْ ثمَّ يُنجي الله الَّذين اتَّقوا ويذر الظَّالِمين

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَالْبَيْهَقِيّ بِإِسْنَاد حسنه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫২৩ | মুসলিম বাংলা