আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৫২২
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫২২. হযরত উম্মু মুবাশশির আনসারিয়া (রা) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ (ﷺ) কে হাফসা (রা)-এর কাছে বলতে শুনেছেন বৃক্ষের নিচে বায়'আত গ্রহণকারীদের মধ্যে থেকে কেউ ইনশাআল্লাহ জাহান্নামে প্রবেশ করবে না।* তিনি (উম্মু মুবাশশিরা) বললেন, জ্বী হ্যা, ইয়া রাসুলাল্লাহ। তখন তিনি তাঁকে ধমক দিলেন। হাফসা (রা) বললেন, তোমাদের কেউই জাহান্নামে প্রবেশ না করে থাকবে না। নবী (ﷺ) বললেন, আল্লাহ বলেছেন
ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا
অত:পর আমি মুত্তাকীদেরকে মুক্তি দেব এবং যালিমদেরকে তাতে উপুড় করে রেখে দেব। (১৯ঃ ৭২)।
(মুসলিম ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
*হুদায়বিয়ার সন্ধির সময় যারা বকুল বৃক্ষের নিচে বায়’আত গ্রহণ করেছিলেন
তাদের সংখ্যা ছিল চৌদ্দশত।
ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا
অত:পর আমি মুত্তাকীদেরকে মুক্তি দেব এবং যালিমদেরকে তাতে উপুড় করে রেখে দেব। (১৯ঃ ৭২)।
(মুসলিম ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
*হুদায়বিয়ার সন্ধির সময় যারা বকুল বৃক্ষের নিচে বায়’আত গ্রহণ করেছিলেন
তাদের সংখ্যা ছিল চৌদ্দশত।
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5522- وَعَن أم مُبشر الْأَنْصَارِيَّة رَضِي الله عَنْهَا أَنَّهَا سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول عِنْد حَفْصَة لَا يدْخل النَّار إِن شَاءَ الله من أهل الشَّجَرَة أحد الَّذين بَايعُوا تحتهَا
قَالَت بلَى يَا رَسُول الله فانتهرها
فَقَالَت حَفْصَة وَإِن مِنْكُم إِلَّا واردها مَرْيَم 17 فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قد قَالَ الله تَعَالَى ثمَّ ننجي الَّذين اتَّقوا وَنذر الظَّالِمين فِيهَا جثيا مَرْيَم 27
رَوَاهُ مُسلم وَابْن مَاجَه
قَالَت بلَى يَا رَسُول الله فانتهرها
فَقَالَت حَفْصَة وَإِن مِنْكُم إِلَّا واردها مَرْيَم 17 فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قد قَالَ الله تَعَالَى ثمَّ ننجي الَّذين اتَّقوا وَنذر الظَّالِمين فِيهَا جثيا مَرْيَم 27
رَوَاهُ مُسلم وَابْن مَاجَه