আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫২১
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫২১. হযরত আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জাহান্নামের মাঝে ধারালো তরবারির তীক্ষ্ণধারের মত পুলসিরাত কায়েম করা হবে, যা পিচ্ছিল ও পদস্খলনের স্থান। তাতে রয়েছে আগুনের হুক। তদ্দ্বারা সে ছোঁ মেরে ধরে রাখবে। যে আটক হবে, সে জাহান্নামে পড়ে যাবে এবং সাজা পাবে। তন্মধ্যে কেউ বিদ্যুতের গতিতে পার হবে। সুতরাং তার মুক্তি পেতে বিলম্ব হবে না। এরপর কেউ বায়ুর গতিতে পার হবে। কাজেই তার মুক্তি পেতে বিলম্ব হবে না। এরপর কেউ ঘোড়ার চলার মত, তারপর কেউ মানুষের দ্রুতগতিতে হাঁটার মত, তারপর কেউ স্বাভাবিক হাঁটার মত চলবে। সর্বশেষ বাক্তি হবে এমন এক লোক, যাতে জাহান্নামের আগুন পুড়িয়ে বিবর্ণ করে দিয়েছে এবং সে জাহান্নামে দুর্ভোগের সমুখীন হয়েছে। আল্লাহ তা'আলা তাকে নিজ রহমতের গুণে জান্নাতে দাখিল করবেন। তাকে বলা হবে, তুমি আকাঙ্খা কর এবং যা কর! যখন তার সকল আকাঙ্খা শেষ হয়ে যাবে তখন তিনি বলবেন, যাও। তুমি যা যাঞ্ছা করেছ, তা এবং তার সাথে আরও ততটুকু তোমাকে দান করলাম।
(তাবরানী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। আমার 'আসল'-এ হাদীসটি মারস্ সূত্রে বর্ণিত হয়নি। এ মর্মের একটি দীর্ঘ হাদীস আবু হুরায়রা (রা)-এর রিওয়ায়েতে পূর্বে বর্ণিত হয়েছে।)
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5521- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ يوضع الصِّرَاط على سَوَاء جَهَنَّم مثل حد السَّيْف المرهف مدحضة مزلة عَلَيْهِ كلاليب من نَار يخطف بهَا فممسك يهوي فِيهَا ومصروع وَمِنْهُم من يمر كالبرق فَلَا ينشب ذَلِك أَن ينجو ثمَّ كَالرِّيحِ فَلَا ينشب ذَلِك أَن ينجو ثمَّ كجري الْفرس ثمَّ كرمل الرجل ثمَّ كمشي الرجل ثمَّ يكون آخِرهم إنْسَانا رجل قد لوحته النَّار وَلَقي فِيهَا شرا حَتَّى يدْخلهُ الله الْجنَّة بِفضل رَحمته فَيُقَال لَهُ تمن وسل فَيَقُول أَي رب أتهزأ مني وَأَنت رب الْعِزَّة فَيُقَال لَهُ تمن وسل حَتَّى إِذا انْقَطَعت بِهِ الْأَمَانِي قَالَ لَك مَا سَأَلت وَمثله مَعَه

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَلَيْسَ فِي أُصَلِّي رَفعه وَتقدم بِمَعْنَاهُ فِي حَدِيث أبي هُرَيْرَة الطَّوِيل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫২১ | মুসলিম বাংলা