আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৫২০
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫২০. হযরত সালমান (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, কিয়ামতের দিন মীযান বা পাল্লা কায়েম করা হবে। যদি তাতে আকাশমণ্ডলী ও পৃথিবী রেখে দেওয়া হয়, তাও তাতে সংকুলান হবে। তখন ফিরিশতাগণ বলবে, প্রভু এ পাল্লা কাকে মাপবে? আল্লাহ্ তা'আলা বলবেন, আমার মাখলুক থেকে যাকে ইচ্ছা মাপবে। তারা বলবে, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি। আমরা আপনার ইবাদত করার মত ইবাদত করতে পারি নি।
(হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ্।)
(হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ্।)
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5520- وَعَن سلمَان رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يوضع الْمِيزَان يَوْم الْقِيَامَة فَلَو دري فِيهِ السَّمَوَات وَالْأَرْض لوسعت فَتَقول الْمَلَائِكَة يَا رب لمن يزن هَذَا فَيَقُول الله لمن شِئْت من خلقي فَيَقُولُونَ سُبْحَانَكَ مَا عبدناك حق عبادتك
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم