আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৫১৯
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫১৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি হাদীসটি মারফু সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, একজন ফিরিশতা মীযানের কাছে নিযুক্ত থাকবে। তারপর আদম সন্তানকে আনা হবে এবং পাল্লার দুই পাটের মাঝে তাকে দাঁড় করানো হবে। যদি তার পাল্লা ভারী হয়, তবে একজন ফিরিশতা সমস্ত মাখলুককে শুনিয়ে শব্দ করে ডেকে বলবে, অমুখ এমন সৌভাগ্যবান হয়েছে যে, এরপর কখনও সে হতভাগা হবে না। আর যদি তার পাল্লা হাল্কা হয়, তবে একজন ফিরিশ্তা সমস্ত মাখলুককে শুনিয়ে শব্দ করে ডেকে বলবে, অমুক এমন হতভাগা হয়েছে যে, এরপর সে কখনও সৌভাগ্যবান হবে না।
(বাযযার ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
(বাযযার ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5519- وَرُوِيَ عَن أنس يرفعهُ قَالَ ملك مُوكل بالميزان فَيُؤتى بِابْن آدم فَيُوقف بَين كفتي الْمِيزَان فَإِن ثقل مِيزَانه نَادَى ملك بِصَوْت يسمع الْخَلَائق سعد فلَان سَعَادَة لَا يشقى بعْدهَا أبدا وَإِن خف مِيزَانه نَادَى ملك بِصَوْت يسمع الْخَلَائق شقي فلَان شقاوة لَا يسْعد بعْدهَا أبدا
رَوَاهُ الْبَزَّار وَالْبَيْهَقِيّ
رَوَاهُ الْبَزَّار وَالْبَيْهَقِيّ