আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫১৬
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫১৬. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে তার সাহাবীদের সামনে বলতে শুনেছি, তোমাদের থেকে যে আমার কাছে পান করার জন্য আসবে, আমি হাওযে কাওসারের পাড়ে তাকে দেখব। আল্লাহর কসম, তখন কিছু লোককে আমার কাছে আসতে বাধা দেওয়া হবে। আমি বলব, হে আমার প্রতিপালক। তারা আমার উম্মত। তিনি বলবেন, নিশ্চয় আপনি জানেন না, তারা আপনার পরে কি নতুন ব্যাপার স্যাপার করেছে। তারা তাদের পেছনের দিকে ফিরে গিয়েছিল।
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। এতদসম্পর্কিত আরও বহু হাদীস রয়েছে।)
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5516- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول وَهُوَ بَين ظهراني أَصْحَابه إِنِّي على الْحَوْض أنظر من يرد عَليّ مِنْكُم فوَاللَّه ليقتطعن دوني رجال فلأقولن أَي رب من أمتِي فَيَقُول إِنَّك لَا تَدْرِي مَا أَحْدَثُوا بعْدك مَا زَالُوا يرجعُونَ على أَعْقَابهم

رَوَاهُ مُسلم وَالْأَحَادِيث فِي هَذَا الْمَعْنى كَثِيرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫১৬ | মুসলিম বাংলা