আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫১৫
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫১৫. মুসলিমের অপর এক রিওয়ায়েতে তিনি বলেন, আমার উম্মাত হাওযে কাওসারে আমার কাছে পানি পান করতে আসবে এবং আমি লোকজনকে সেখান থেকে এভাবে সরাব, যেমন কোন ব্যক্তি অন্যের উটকে তার উট থেকে সরিয়ে দেয়। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী। আপনি আমাদেরকে চিনবেন? তিনি বললেন, হ্যাঁ। তোমাদের এমন একটি চিহ্ন থাকবে, যা তোমাদের ব্যতীত অন্য কারই থাকবে না। তোমরা উযূর চিহ্নের কারণে আমার কাছে (তোমাদের) উযূর অঙ্গগুলো ও চেহারা উজ্জ্বল অবস্থায় পানি পান করতে আসবে। তোমাদের একটি দলকে আমার কাছে আসতে বারণ করা হবে। তাই তারা পৌঁছতে পারবে না। তখন আমি বলব, হে আমার প্রতিপালক। এরা তো আমার অনুসারী। একজন ফিরিশতা আমাকে জবাব দিয়ে বলবে, আপনি কি জানেন, তারা আপনার পরে কি নতুন ব্যাপার স্যাপার করেছে?
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5515- وَلمُسلم قَالَ ترد عَليّ أمتِي الْحَوْض وَأَنا أذود النَّاس عَنهُ كَمَا يذود الرجل إبل الرجل عَن إبِله
قَالُوا يَا نَبِي الله تعرفنا قَالَ نعم لكم سِيمَا لَيست لأحد غَيْركُمْ تردون عَليّ غرا محجلين من آثَار الْوضُوء وليصدن عني طَائِفَة مِنْكُم فَلَا يصلونَ فَأَقُول يَا رب هَؤُلَاءِ من أَصْحَابِي فيجيبني ملك فَيَقُول وَهل تَدْرِي مَا أَحْدَثُوا بعْدك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫১৫ | মুসলিম বাংলা