আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৫১৪
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫১৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একসময় আমি হাওযে কাওসারের পাড়ে দাঁড়ানো থাকব। তখন একটি দল আসবে। তখন আমি তাদেরকে চিনব। তখন আমার ও তাদের মাঝ থেকে একজন লোক বের হবে এবং বলবে, অগ্রসর হও। আমি জিজ্ঞেস করব, কোন দিকে? সে বলবে, আল্লাহর কসম, জাহান্নামের দিকে। আমি জিজ্ঞেস করব, তাদের হয়েছেটা কি? সে বলবে, তারা উন্মতদের পেছনের দিকে ফিরে গিয়েছিল।
এরপর আরেকটি দল আসবে। যখন আমি তাদেরকে চিনব, তখন আমার ও তাদের মাঝ থেকে একজন লোক বের হবে এবং তাদেরকে বলবে, অগ্রসর হও। আমি জিজ্ঞেস করব, কোন দিকে? সে বলবে, আল্লাহর কসম জাহান্নামের দিকে। আমি জিজ্ঞেস করব, তাদের হয়েছেটা কি? সে বলবে, তারা তাদের পেছনের দিকে ফিরে গিয়েছিল। তখন পশুপাল থেকে হারিয়ে যাওয়া (দু'একটি) পশুর মত (নগন্যসংখ্যক) ব্যতীত তন্মধ্যে কাউকে মুক্তি পেতে দেখব না।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
এরপর আরেকটি দল আসবে। যখন আমি তাদেরকে চিনব, তখন আমার ও তাদের মাঝ থেকে একজন লোক বের হবে এবং তাদেরকে বলবে, অগ্রসর হও। আমি জিজ্ঞেস করব, কোন দিকে? সে বলবে, আল্লাহর কসম জাহান্নামের দিকে। আমি জিজ্ঞেস করব, তাদের হয়েছেটা কি? সে বলবে, তারা তাদের পেছনের দিকে ফিরে গিয়েছিল। তখন পশুপাল থেকে হারিয়ে যাওয়া (দু'একটি) পশুর মত (নগন্যসংখ্যক) ব্যতীত তন্মধ্যে কাউকে মুক্তি পেতে দেখব না।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5514- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بَينا أَنا قَائِم على الْحَوْض إِذا زمرة حَتَّى إِذا عرفتهم خرج رجل من بيني وَبينهمْ فَقَالَ هَلُمَّ فَقلت إِلَى أَيْن قَالَ إِلَى النَّار وَالله
فَقلت مَا شَأْنهمْ فَقَالَ إِنَّهُم ارْتَدُّوا على أدبارهم الْقَهْقَرَى ثمَّ إِذا زمرة أُخْرَى حَتَّى إِذا عرفتهم خرج رجل من بيني وَبينهمْ
فَقَالَ لَهُم هَلُمَّ قلت إِلَى أَيْن قَالَ إِلَى النَّار وَالله قلت مَا شَأْنهمْ قَالَ إِنَّهُم ارْتَدُّوا على أدبارهم فَلَا أرَاهُ يخلص مِنْهُم إِلَّا مثل همل النعم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
فَقلت مَا شَأْنهمْ فَقَالَ إِنَّهُم ارْتَدُّوا على أدبارهم الْقَهْقَرَى ثمَّ إِذا زمرة أُخْرَى حَتَّى إِذا عرفتهم خرج رجل من بيني وَبينهمْ
فَقَالَ لَهُم هَلُمَّ قلت إِلَى أَيْن قَالَ إِلَى النَّار وَالله قلت مَا شَأْنهمْ قَالَ إِنَّهُم ارْتَدُّوا على أدبارهم فَلَا أرَاهُ يخلص مِنْهُم إِلَّا مثل همل النعم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم