আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫১৩
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫১৩. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, নিশ্চয় আমার একটি হাওয রয়েছে, যা কা'বা ও বায়তুল মুকাদ্দাস-এর মধ্যবর্তী স্থান। যার পানি দুধের চেয়ে অধিক সাদা। তার পানপাত্র তারকারাজির সংখ্যার সমান এবং নিশ্চয় আমি কিয়ামতের দিন নবীদের মধ্যে সর্বাধিক অনুসারীর অধিকারী হব।
(ইবন মাজাহ যাকারিয়ার রিওয়ায়েতে আতিয়্যা আওফীর সূত্রে আবূ সাঈদ খুদরী (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5513- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن لي حوضا مَا بَين الْكَعْبَة وَبَيت الْمُقَدّس أَبيض مثل اللَّبن آنيته كعدد النُّجُوم وَإِنِّي لأكْثر الْأَنْبِيَاء تبعا يَوْم الْقِيَامَة

رَوَاهُ ابْن مَاجَه من حَدِيث زَكَرِيَّا عَن عَطِيَّة وَهُوَ الْعَوْفِيّ عَنهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫১৩ | মুসলিম বাংলা