আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৫১২
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫১২. হযরত আবূ বারযা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, আমার হাওযে কাওসারের দুই পার্শ্বের দূরত্ব আয়লা থেকে সান'আর মধ্যবর্তী স্থানের সমান, এক মাসের দূরত্ব। এর দৈর্ঘ্য প্রস্থের সমান। তাতে দু'টি সোনা ও রূপার নালী রয়েছে, নালী দু'টি জান্নাত থেকে উৎসারিত। যার পানি দুধের চেয়ে অধিক সাদা, বরফের চেয়ে অধিক ঠাণ্ডা। তাতে আকাশের তারকারাজির সংখ্যা পানপাত্র রয়েছে।
(তাবারানী ও ইব্ন হিব্বান তাঁর 'সহীহ্' কিতাবে আবুল ওয়াযি'-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর মূল নাম জাবির ইবন 'আমর' তিনি আবু বারযা থেকে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা ইবন হিব্বান বর্ণিত।)
(তাবারানী ও ইব্ন হিব্বান তাঁর 'সহীহ্' কিতাবে আবুল ওয়াযি'-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর মূল নাম জাবির ইবন 'আমর' তিনি আবু বারযা থেকে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা ইবন হিব্বান বর্ণিত।)
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5512- وَعَن أبي بَرزَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا بَين ناحيتي حَوْضِي كَمَا بَين أَيْلَة إِلَى صنعاء مسيرَة شهر عرضه كَطُولِهِ فِيهِ مرزابان ينبعثان من الْجنَّة من ورق وَذهب أَبيض من اللَّبن وأبرد من الثَّلج فِيهِ أَبَارِيق عدد نُجُوم السَّمَاء
رَوَاهُ الطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه من رِوَايَة أبي الْوَازِع واسْمه جَابر بن عَمْرو عَن أبي بَرزَة وَاللَّفْظ لِابْنِ حبَان
رَوَاهُ الطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه من رِوَايَة أبي الْوَازِع واسْمه جَابر بن عَمْرو عَن أبي بَرزَة وَاللَّفْظ لِابْنِ حبَان