আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৫১১
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫১১. হযরত উৎবা ইবনে আব্দুস সুলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একজন গ্রামীণ লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আপনি যে হাওযে কাওসারের বর্ণনা দেন, তা কি? তিনি বললেন, এটা সান'আ থেকে বুসরা'র মধ্যবর্তী স্থানের সমান। অতঃপর আল্লাহ্ তা'আলা আমাকে তার একটি দিক বৃদ্ধি করে দিয়ে সাহায্য করবেন, যার দুইটি দিকের কোন একটি দিক কোন সৃষ্ট মানুষ জানে না। তিনি (বর্ণনাকারী) বলেন, তারপর উমর (রা) আল্লাহ্ আকবর বলে উঠলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হাওযে কাওসারে দরিদ্র মুহাজিরগণ ভিড় জমাবে, যারা আল্লাহর পথে শহীদ হয় এবং আল্লাহর পথে জীবন দেয়। আমি আশা করি, আল্লাহ তা'আলা আমাকে হাওযে কাওসারের কিনারায় হাযির করবেন এবং আমি তা থেকে পানি পান করব।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5511- وَعَن عتبَة بن عبد السّلمِيّ رَضِي الله عَنهُ قَالَ قَامَ أَعْرَابِي إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ مَا حوضك الَّذِي تحدث عَنهُ فَقَالَ هُوَ كَمَا بَين صنعاء إِلَى بصرى ثمَّ يمدني الله فِيهِ بكراع لَا يدْرِي بشر مِمَّن خلق أَي طَرفَيْهِ قَالَ فَكبر عمر رضوَان الله عَلَيْهِ فَقَالَ صلى الله عَلَيْهِ وَسلم أما الْحَوْض فيزدحم عَلَيْهِ فُقَرَاء الْمُهَاجِرين الَّذين يقتلُون فِي سَبِيل الله ويموتون فِي سَبِيل الله وَأَرْجُو أَن يوردني الله الكراع فأشرب مِنْهُ
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه