আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫১০
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫১০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমাকে হাওযে কাওসার প্রদান করা হয়েছে। অতঃপর আমি তাতে হাত দিয়ে দেখলাম যে, তা উৎকৃষ্ট সুগন্ধিময় মিশক। তার কংকরগুলো হচ্ছে মুক্তা এবং তার কিনারসমূহ (বর্ণনাকারী বলেন,) আমার ধারণা মতে, তিনি বলেছেন, কতগুলো গুম্বুজ। সে হাওযের পানি ভূমিতে এভাবে প্রবাহিত হয় যে, হাওযের পাড়ে কোন ভাঙ্গন নেই।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদ মুতাবি'আতের ক্ষেত্রে হাসান। হাওযে কাওসার সম্পর্কিত অনেক হাদীস ইনশা আল্লাহ্ জান্নাতের বর্ণনায় পরে উল্লিখিত হবে।)
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5510- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَعْطَيْت الْكَوْثَر فَضربت بيَدي فَإِذا هِيَ مسكة ذفرة وَإِذا حصباؤها اللُّؤْلُؤ وَإِذا حافتاه أَظُنهُ قَالَ قباب تجْرِي على الأَرْض جَريا لَيْسَ بمشقوق

رَوَاهُ الْبَزَّار وَإِسْنَاده حسن فِي المتابعات وَيَأْتِي أَحَادِيث الْكَوْثَر فِي صِفَات الْجنَّة إِن شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫১০ | মুসলিম বাংলা