আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫০৯
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫০৯. হযরত আনাস (রা) সূত্রে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আমার হাওযে কাওসারের দুই
পার্শ্বের মধ্যবর্তী স্থান সানা'আ ও মদীনার মধ্যবর্তী স্থানের সমান।
অপর এক রিওয়ায়েতে আছে, 'মদীনা ও আম্মানের মধ্যবর্তী স্থানের সমান'।
আরেক রিওয়ায়েতে আছে, তুমি তাতে আকাশের তারকারাজির সংখ্যায় স্বর্ণ ও রূপার পানপাত্র রাশি দেখতে পাবে'। অন্য এক রিওয়ায়েতে এটুকু বেশি আছে, 'অথবা আকাশের তারকারাজির সংখ্যার চেয়ে অধিক।"
( হাদীসটি বুখারী, মুসলিম ও প্রমুখ বর্ণনা করেছেন।
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5509- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا بَين جنبتي حَوْضِي كَمَا بَين صنعاء وَالْمَدينَة
وَفِي رِوَايَة مثل مَا بَين الْمَدِينَة وعمان
وَفِي رِوَايَة ترى فِيهِ أَبَارِيق الذَّهَب وَالْفِضَّة كعدد نُجُوم السَّمَاء
زَاد فِي رِوَايَة أَو أَكثر من عدد نُجُوم السَّمَاء

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫০৯ | মুসলিম বাংলা