আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫০৮
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫০৮. হযরত আবু উমামা বাহিলী (রা)-এ সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার হাওযে কাওসার আদন ও আম্মানের মধ্যবর্তী স্থানের সমান। তাতে পানপাত্র রাশি রয়েছে আকাশের তারকারাজির সংখ্যায়। যে তা থেকে পানি পান করবে, সে এরপর কখনও তৃষ্ণার্ত হবে না। আমার উম্মাতের যারা আমার কাছে পানি পাত্র করতে যাবে তাদের মাথার চুল হবে উসকো খুসকো তাদের কাপড় হবে ময়লাযুক্ত, তারা প্রাচুর্যমণ্ডিতা নারীদেরকে বিবাহ করে না এবং তারা ক্ষমতাসীনদের দরজায় যায় না।
(তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। মুতাবি'আতের ক্ষেত্রে হাদীসটির সনদ হাসান।)
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5508- وَعَن أبي أُمَامَة الْبَاهِلِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ حَوْضِي كَمَا بَين عدن وعمان فِيهِ أكاويب عدد نُجُوم السَّمَاء من شرب مِنْهُ لم يظمأ بعْدهَا أبدا وَإِن من يردهُ عَليّ من أمتِي الشعثة رؤوسهم الدنسة ثِيَابهمْ لَا ينْكحُونَ الْمُنَعَّمَاتِ وَلَا يحْضرُون السدد يَعْنِي أَبْوَاب السُّلْطَان

رَوَاهُ الطَّبَرَانِيّ وَإِسْنَاده حسن فِي المتابعات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫০৮ | মুসলিম বাংলা