আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৫০২
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫০২. হযরত আব্দুল্লাহ্ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার হাওযে কাওসারের আয়তন এক মাসের দূরত্ব। তার পানি দুধের চেয়ে শুভ্রতর, তার ঘ্রাণ মিশকের চেয়ে সুগন্ধিময় তার পানপাত্রসমূহ সংখ্যায় আকাশের তারকারাজির সমান। যে তা থেকে পানি পান করবে, সে কখনও তৃষ্ণার্ত হবে না।
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5502- عَن عبد الله بن عَمْرو بن العَاصِي رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حَوْضِي مسيرَة شهر مَاؤُهُ أَبيض من اللَّبن وريحه أطيب من الْمسك وكيزانه كنجوم السَّمَاء من شرب مِنْهُ لَا يظمأ أبدا