আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫০৩
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫০৩. অপর এক রিওয়ায়েতে আছে, আমার হাওযে কাওসার এক মাসের দূরত্ব পর্যন্ত বিস্তৃত হবে। তার চতুর্দিকের বিস্তৃত হবে সমান সমান। তার পানি হবে রূপার চেয়েও সাদা।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5503- وَفِي رِوَايَة حَوْضِي مسيرَة شهر وزواياه سَوَاء وماؤه أَبيض من الْوَرق

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান