আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৪৯৯
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হিসাব-নিকাশের আলোচনা
৫৪৯৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ছিলাম। তখন তিনি হেসে দিয়ে বললেন, তোমরা কি জান, আমি কেন হাসছি। আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেন, আমি বান্দার তাঁর প্রতিপালকের সাথে কথোপকথনের ধরণ দেখে হাসছি। সে বলবে, হে আমার প্রতিপালক। আপনি কি আমাকে যুলুম থেকে রক্ষা করবেন না? তিনি বলবেন, অবশ্যই। সে বলবে, তবে আমি আজ আমার অঙ্গ-প্রত্যঙ্গ ব্যতীত আমার বিপক্ষে কোন সাক্ষীকে (কথা বলতে) অনুমতি দেব না। তিনি বলবেন, আজ তুমি নিজেই তোমার হিসাবকারীরূপে এবং লিপিকর ফিরিশতাগণ সাক্ষী হিসাবে যথেষ্ট। তিনি (রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, তারপর আল্লাহ্ তা'আলা তার মুখের উপর মোহর মেরে দেবেন এবং তার অঙ্গ-প্রত্যঙ্গকে বলবেন, তোমরা প্রত্যেকে যার যার কথা বল, তখন তার অঙ্গ-প্রত্যঙ্গ তার আমলসমূহের কথা বলে দেবে এবং তার মুখের কথা বন্ধ করে দেওয়া হবে। তখন সে বলবে, অভিশাপ তোদের জন্যে। তোরা ধ্বংস হ'? তোমাদেরই জন্যে আমি (সারা জীবন) খেটেছি।
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل في ذكر الحساب وغيره
5499- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ كُنَّا عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَضَحِك فَقَالَ هَل تَدْرُونَ مِم أضْحك قُلْنَا الله وَرَسُوله أعلم
قَالَ من مُخَاطبَة العَبْد ربه فَيَقُول يَا رب ألم تُجِرْنِي من الظُّلم يَقُول بلَى
فَيَقُول إِنِّي لَا أُجِيز الْيَوْم على نَفسِي شَاهدا إِلَّا مني فَيَقُول كفى بِنَفْسِك الْيَوْم عَلَيْك حسيبا والكرام الْكَاتِبين شُهُودًا
قَالَ فيختم على فِيهِ وَيَقُول لِأَرْكَانِهِ انْطِقِي فَتَنْطِق بِأَعْمَالِهِ ثمَّ يخلي بَينه وَبَين الْكَلَام فَيَقُول بعدا لَكِن وَسُحْقًا فَعَنْكُنَّ كنت أُنَاضِل
رَوَاهُ مُسلم
قَالَ من مُخَاطبَة العَبْد ربه فَيَقُول يَا رب ألم تُجِرْنِي من الظُّلم يَقُول بلَى
فَيَقُول إِنِّي لَا أُجِيز الْيَوْم على نَفسِي شَاهدا إِلَّا مني فَيَقُول كفى بِنَفْسِك الْيَوْم عَلَيْك حسيبا والكرام الْكَاتِبين شُهُودًا
قَالَ فيختم على فِيهِ وَيَقُول لِأَرْكَانِهِ انْطِقِي فَتَنْطِق بِأَعْمَالِهِ ثمَّ يخلي بَينه وَبَين الْكَلَام فَيَقُول بعدا لَكِن وَسُحْقًا فَعَنْكُنَّ كنت أُنَاضِل
رَوَاهُ مُسلم