আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৪৯৪
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হিসাব-নিকাশের আলোচনা
৫৪৯৪. হযরত যাযান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবন মাসউদ (রা)-এর কাছে গেলাম। তখন ধনী লোকজন তাঁর মজলিসে আগে থেকেই বসা ছিল। আমি বললাম, আপনি তো লোকজনকে নিকটে স্থান দিয়েছেন, আর আমাকে দূরে সরিয়ে দিয়েছেন? তিনি বললেন, নিকটে আস। এ বলে তিনি আমাকে নিকটে নিয়ে তাঁর বিছানায় আমাকে বসালেন। এরপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, সন্তানের উপর পিতামাতার ঋণ থাকে। যখন কিয়ামতের দিন সংঘটিত হবে তারা তার সাহায্য চাইবে। সে বলবে আমি তোমাদের সন্তান। তখন তারা উভয়ে মনে মনে কামনা করবে অথবা আকাঙ্ক্ষা করবে যে হায় যদি এর চেয়ে বেশি সন্তান থাকত।
(তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل في ذكر الحساب وغيره
5494- وَرُوِيَ عَن زَاذَان قَالَ دخلت على عبد الله بن مَسْعُود وَقد سبق إِلَى مَجْلِسه أَصْحَاب الْخَزّ والديباج فَقلت أدنيت النَّاس وأقصيتني فَقَالَ لي ادن فأدناني حَتَّى أقعدني على بساطه ثمَّ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِنَّه يكون للْوَالِدين على ولدهما دين فَإِذا كَانَ يَوْم الْقِيَامَة يتعلقان بِهِ فَيَقُول أَنا ولدكما فيودان أَو يتمنيان لَو كَانَ أَكثر من ذَلِك

رَوَاهُ الطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান