আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৪৯৩
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হিসাব-নিকাশের আলোচনা
৫৪৯৩. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলল্লাহ (ﷺ) বলেছেন: অত্যাচারী ব্যক্তি কিয়ামতের দিন এভাবে হাযির হবে যে, যখন সে জাহান্নামের পুলের উপর অন্ধকার ও সংকটের মাঝে থাকবে, তখন তার সাথে মযলুমের সাক্ষাৎ হবে। সে মযলুমকে চিনতে পারবে এবং মযলুমকে যে ব্যাপারে যুলুম করেছিল, তাও বুঝতে পারবে। অতঃপর যালিমদের কাছ থেকে মযলুমদের বদলা প্রদান করা হতে থাকবে। এভাবে তারা যালিমদের কাছে যা কিছু নেকী থাকবে, তা ছিনিয়ে নেবে। যদি তাদের কোন নেকী না থাকে, তবে তাদেরকে মযলুমদের গুণাহসমূহ দিয়ে দেওয়া হবে। এমনিভাবে তাদেরকে জাহান্নামের সর্ব নিম্নস্তরে ফেলে দেওয়া হবে।
(তাবারানী 'আল-আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের বর্ণনাকারীগণের নির্ভরযোগ্যতার ব্যাপারে দ্বিমত রয়েছে।
গীবত অধ্যায়ে আবু হুরায়রা (রা)-এর সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমার উম্মাতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি: যে কিয়ামতের দিন নামায, রোযা ও যাকাত নিয়ে হাযির হবে এবং সে এমতাবস্থায় আসবে যে, সে একে গাল দিয়েছে, একে অপবাদ দিয়েছে, এর সম্পদ আত্মসাৎ করেছে, একে খুন করেছে এবং একে প্রহার করেছে। তখন একে তার নেক আমল থেকে কিছু এবং একে তার নেক আমল থেকে কিছু দেওয়া হবে। তারপর যদি তার থেকে প্রাপ্য পরিশোধ হওয়ার পূর্বে তার নেক আমলসমূহ শেষ হয়ে যায়, তবে তাদের গুণাহসমূহ থেকে কিছু নিয়ে তার উপর নিক্ষেপ করা হবে এবং ফলশ্রুতিতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
মুসলিম প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل في ذكر الحساب وغيره
5493- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَجِيء الظَّالِم يَوْم الْقِيَامَة حَتَّى إِذا كَانَ على جسر جَهَنَّم بَين الظلمَة والوعرة لقِيه الْمَظْلُوم فَعرفهُ وَعرف مَا ظلمه بِهِ فَمَا يبرح الَّذين ظلمُوا يقصون من الَّذين ظلمُوا حَتَّى ينزعوا مَا فِي أَيْديهم من الْحَسَنَات فَإِن لم يكن لَهُم حَسَنَات رد عَلَيْهِم من سيئاتهم حَتَّى يوردوا الدَّرك الْأَسْفَل من النَّار

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته مُخْتَلف فِي توثيقهم
وَتقدم فِي الْغَيْبَة حَدِيث عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْمُفلس من أمتِي من يَأْتِي يَوْم الْقِيَامَة بِصَلَاة وَصِيَام وَزَكَاة وَيَأْتِي قد شتم هَذَا وَقذف هَذَا وَأكل
مَال هَذَا وَسَفك دم هَذَا وَضرب هَذَا فَيعْطى هَذَا من حَسَنَاته وَهَذَا من حَسَنَاته فَإِن فنيت حَسَنَاته قبل أَن يقْضى مَا عَلَيْهِ أَخذ من خطاياهم فطرحت عَلَيْهِ ثمَّ طرح فِي النَّار
رَوَاهُ مُسلم وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান