আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৪৮৩
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হিসাব-নিকাশের আলোচনা
৫৪৮৩. হযরত ওয়াসিলা ইবন আসকা (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন এক বান্দাকে পুনরুত্থিত করবেন, যার কোন গুণাহ নেই। তখন আল্লাহ্ তা'আলা তাকে বললেনঃ ওহে! আমি তোমার আমল মুতাবিক পুরস্কার দেব না, কি তোমার প্রতি আমার প্রদত্ত নিয়ামত মুতাবিক পুরস্কার দেব। এ দু'টির মধ্যে তোমার কাছে কোনটি প্রিয়তর? লোকটি বলবে, হে আমার প্রতিপালক। নিশ্চয় তুমি জান, আমি কখনও তোমার অবাধ্যচরণ করিনি। তিনি বলবেন, তোমরা (ফিরিশতাগণ) আমার বান্দা থেকে আমার নিয়ামতসমূহের মধ্য থেকে একটি নিয়ামতের বিনিময় গ্রহণ কর। তখন তার কোন নেকীই আর অবশিষ্ট থাকবে না। সে নিয়ামতটি তার সমস্ত নেকী শেষ করে ফেলবে। তারপর সে বলবে, হে আমার প্রতিপালক। তোমার নিয়ামত ও রহমত মুতাবিক দান কর। তখন তিনি বলবেন, (যাও) আমি আমার নিয়ামত ও রহমত মুতাবিকই দান করলাম।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل في ذكر الحساب وغيره
5483- وَرُوِيَ عَن وَاثِلَة بن الْأَسْقَع رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يبْعَث الله يَوْم الْقِيَامَة عبدا لَا ذَنْب لَهُ فَيَقُول الله أَي الْأَمريْنِ أحب إِلَيْك أَن أجزيك بعملك أَو بنعمتي عنْدك قَالَ يَا رب إِنَّك تعلم أَنِّي لم أعصك قَالَ خُذُوا عَبدِي بِنِعْمَة من نعمي فَمَا تبقى لَهُ حَسَنَة إِلَّا استغرقتها تِلْكَ النِّعْمَة فَيَقُول رب بنعمتك ورحمتك فَيَقُول بنعمتي ورحمتي

رَوَاهُ الطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান