আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৪৮১
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হিসাব-নিকাশের আলোচনা
৫৪৮১. হযরত আনাস ইবন মালিক (রা) এ সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, কিয়ামতের দিন আদম সন্তানের তিনটি দফতর বের করা হবে, একটি দফতরে থাকবে (তার) নেক আমল, আরেক দফতরে থাকবে তার গুণাহসমূহ, অপর দফতরে থাকবে তার প্রতি আল্লাহ তা'আলার পক্ষ থেকে প্রদত্ত নিয়ামতসমূহ। তারপর আল্লাহ তা'আলা সবচেয়ে ক্ষুদ্র নিয়ামতটিকে বলবেন, (বর্ণনাকারী বলেন) আমার যত দূর মনে হয়, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, "নেয়ামতের দফতরে সবচেয়ে ক্ষুদ্র নেয়ামতটিকে বলবেন," তুমি তার নেক আমল থেকে তোমার বিনিময় নিয়ে যাও। তখন সে নিয়ামত তার সমস্ত নেক আমল নিয়ে নেবে। তারপর সে সরে যাবে এবং বলবে, তোমার ইযযতের কসম, আমি আমার বিনিময়ের সবটুকু পাইনি। অথচ তার গুণাহসমূহ ও নিয়ামতরাশি অবশিষ্ট রয়ে যাবে এবং নেক আমল শেষ হয়ে যাবে। তারপর যখন আল্লাহ্ তা'আলা কোন বান্দার প্রতি দয়া করতে ইচ্ছা করবেন, তখন বলবেন, হে আমার বান্দা! (যাও আমি তোমার জন্যে তোমার নেকীসমূহ দ্বিগুণ করে দিলাম, তোমার গুণাহসমূহ মার্জনা দিলাম। আমার যতদূর মনে হয়, তিনি বলেছেন, "এবং আমি আমার নিয়ামতসমূহ ঢেকে দান করে দিলাম।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل في ذكر الحساب وغيره
5481- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يخرج لِابْنِ آدم يَوْم الْقِيَامَة ثَلَاثَة دواوين ديوَان فِيهِ الْعَمَل الصَّالح وديوان فِيهِ ذنُوبه وديوان فِيهِ النعم من الله عَلَيْهِ فَيَقُول الله عز وَجل لأصغر نعْمَة أَحْسبهُ قَالَ فِي ديوَان النعم خذي ثمنك من عمله الصَّالح فتستوعب عمله الصَّالح ثمَّ تنحى وَتقول وَعزَّتك مَا استوفيت وَتبقى
الذُّنُوب وَالنعَم وَقد ذهب الْعَمَل الصَّالح فَإِذا أَرَادَ الله أَن يرحم عبدا قَالَ يَا عَبدِي قد ضاعفت لَك حَسَنَاتك وتجاوزت عَن سيئاتك أَحْسبهُ قَالَ ووهبت لَك نعمي

رَوَاهُ الْبَزَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান