আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৪৮০
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হিসাব-নিকাশের আলোচনা
৫৪৮০. হযরত মুহাম্মদ ইবন আবূ আমীরা (রা) থেকে বর্ণিত। তিনি ছিলেন নবী (ﷺ)-এর একজন সাহাবী। আমার ধারণা, তিনি হাদীসটি নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, যদি কোন লোক জন্ম দিন থেকে বৃদ্ধ হয়ে তার মারা যাওয়া পর্যন্ত আল্লাহ্ তা'আলার আনুগত্যের জন্য সিজদায় পড়ে থাকে, তবে ঐ দিনটি এটাকে তুচ্ছ প্রতিপন্ন করে দেবে। সে আকাঙ্ক্ষা করবে যে, যদি তাকে দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হত তবে তার পুরস্কার ও সাওয়াব বৃদ্ধি পেত।
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
كتاب البعث
فصل في ذكر الحساب وغيره
5480- وَعَن مُحَمَّد بن أبي عميرَة رَضِي الله عَنهُ وَكَانَ من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَحْسبهُ رَفعه إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَو أَن رجلا خر على وَجهه من يَوْم ولد إِلَى يَوْم يَمُوت هرما فِي طَاعَة الله عز وَجل لحقره ذَلِك الْيَوْم ولود أَنه رد إِلَى الدُّنْيَا كَيْمَا يزْدَاد من الْأجر وَالثَّوَاب
رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح
رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح