আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৪৭৯
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হিসাব-নিকাশের আলোচনা
৫৪৭৯. হযরত উতবা ইবন আব্দুল্লাহ্ (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোন লোক জন্ম দিন থেকে বৃদ্ধ হয়ে তার মারা যাওয়া পর্যন্ত আল্লাহ্ তা'আলার সন্তুষ্টির উদ্দেশ্যে সিজদায় পড়ে থাকে, তবে তিনি কিয়ামতের দিন এটাকে তুচ্ছ প্রতিপন্ন করবেন।
(তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। বাকিয়্যা ব্যতীত এর সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য।)
كتاب البعث
فصل في ذكر الحساب وغيره
5479- وَعَن عتبَة بن عبد الله رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَو أَن رجلا يخر على وَجهه من يَوْم ولد إِلَى يَوْم يَمُوت هرما فِي مرضاة الله عز وَجل لحقره يَوْم الْقِيَامَة

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات إِلَّا بَقِيَّة
tahqiqতাহকীক:তাহকীক চলমান