আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৪৭৮
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হিসাব-নিকাশের আলোচনা
৫৪৭৮. হযরত ইব্ন যুবায়র (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার হিসাব নিকাশ
নেওয়া হবে, সে ধ্বংস হবে।
(বাযযার ও তাবারানী 'আল-কাবীর' গ্রন্থে সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
নেওয়া হবে, সে ধ্বংস হবে।
(বাযযার ও তাবারানী 'আল-কাবীর' গ্রন্থে সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل في ذكر الحساب وغيره
5478- وَعَن ابْن الزبير رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من نُوقِشَ الْحساب هلك
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد صَحِيح
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد صَحِيح