আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৪৭৭
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হিসাব-নিকাশের আলোচনা
৫৪৭৭. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, যার হিসাব নেওয়া হবে, তাকে শাস্তি দেওয়া হবে, আমি বললাম, কেন আল্লাহ তা'আলা কি বলেন নিঃ
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ (7) فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا (8) وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا (9) "সুতরাং যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, অনতিবিলম্বে তার হিসাব নিকাশ সহজ হবে এবং সে তার পরিবার পরিজনের কাছে আনন্দিত চিত্তে ফিরে যাবে।" (৮৪ঃ ৭, ৮, ৯) তিনি বললেন, এটা হবে উপস্থাপনা মাত্র। কিয়ামতের দিন যাঁরই হিসাব নেওয়া হবে, সে ধ্বংস হবে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ (7) فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا (8) وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا (9) "সুতরাং যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, অনতিবিলম্বে তার হিসাব নিকাশ সহজ হবে এবং সে তার পরিবার পরিজনের কাছে আনন্দিত চিত্তে ফিরে যাবে।" (৮৪ঃ ৭, ৮, ৯) তিনি বললেন, এটা হবে উপস্থাপনা মাত্র। কিয়ামতের দিন যাঁরই হিসাব নেওয়া হবে, সে ধ্বংস হবে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل في ذكر الحساب وغيره
5477- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من نُوقِشَ الْحساب عذب فَقلت أَلَيْسَ يَقُول الله فَأَما من أُوتِيَ كِتَابه بِيَمِينِهِ فَسَوف يُحَاسب حسابا يَسِيرا وينقلب إِلَى أَهله مَسْرُورا الانشقاق 7 9 فَقَالَ إِنَّمَا ذَلِك الْعرض وَلَيْسَ أحد يُحَاسب يَوْم الْقِيَامَة إِلَّا هلك
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ