আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৪৬৮
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাশর ইত্যাদির বর্ণনা
৫৪৬৮. হযরত আব্দুল আযীয আত্তার সূত্রে আনাস (রা) থেকে বর্ণিত। আমার জানা মতে, তিনি হাদীসটি মারফূ'ই বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ্ তা'আলা আদম সন্তানকে সৃষ্টি করার পর থেকে সে মৃত্যুর চেয়ে কঠিনতম কোন কিছুর সম্মুখীন হয়নি। অথচ মৃত্যু হচ্ছে তার পরবর্তী সবকিছু থেকে সহজতম ব্যাপার। নিশ্চয় তারা সেদিন প্রচণ্ড ভয়াবহতার সম্মুখীন হবে। যার ফলে ঘাম তাদের মুখের লাগাম পর্যন্ত পৌছবে। এমনকি যদি তাতে নৌকা চালানো হয়, তবে তাও চলবে।
(আহমাদ মারফু' সূত্রে সংক্ষিপ্তাকারে এবং তাবারানী 'আল-আওসাত' উপরিউক্ত সন্দেহ সহকারে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ তাবারানী বর্ণিত। উভয়ের সদন উৎকৃষ্ট।)
(আহমাদ মারফু' সূত্রে সংক্ষিপ্তাকারে এবং তাবারানী 'আল-আওসাত' উপরিউক্ত সন্দেহ সহকারে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ তাবারানী বর্ণিত। উভয়ের সদন উৎকৃষ্ট।)
كتاب البعث
فصل فِي الْحَشْر وَغَيره
5468- وَعَن عبد الْعَزِيز الْعَطَّار عَن أنس رَضِي الله عَنهُ لَا أعلمهُ إِلَّا رَفعه قَالَ لم يلق ابْن آدم شَيْئا مُنْذُ خلقه الله عز وَجل أَشد عَلَيْهِ من الْمَوْت ثمَّ إِن الْمَوْت أَهْون مِمَّا بعده وَإِنَّهُم ليلقون من هول ذَلِك الْيَوْم شدَّة حَتَّى يلجمهم الْعرق حَتَّى إِن السفن لَو أجريت فِيهِ لجرت
رَوَاهُ أَحْمد مَرْفُوعا بِاخْتِصَار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط على الشَّك هَكَذَا وَاللَّفْظ لَهُ وإسنادهما جيد
رَوَاهُ أَحْمد مَرْفُوعا بِاخْتِصَار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط على الشَّك هَكَذَا وَاللَّفْظ لَهُ وإسنادهما جيد