আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৪৬৭
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাশর ইত্যাদির বর্ণনা
৫৪৬৭. হযরত উকবা ইব্‌ন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, (কিয়ামতের দিন) সূর্য পৃথিবীর নিকটে আসবে এবং মানুষ ঘর্মাক্ত হবে। কোন কোন মানুষের ঘাম তার পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছবে, কারও অর্থ পায়ের গোছা পর্যন্ত পৌঁছবে কারও হাঁটু পর্যন্ত পৌছবে, কারও নিতম্ব পর্যন্ত পৌছবে, কারও কোমর পর্যন্ত পৌছবে, কারও কাঁধ পর্যন্ত পৌঁছবে, কারও ঘাড় পর্যন্ত পৌঁছবে, কারও ঘাড়ের অর্ধেক পর্যন্ত হবে এবং আপন হাত দ্বারা ইশারা করে হাত তিনি আপন মুখ পর্যন্ত তুললেন। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এভাবে ইশারা করতে দেখেছি। তাদের মধ্যে কারও ঘাম তাকে ডুবিয়ে ফেলবে। এ বলে তিনি আপন হাত তুললেন এবং তাঁর মাথার উপর তার হাত ঘুরিয়ে ইশারা করে দেখালেন। তবে সমগ্র মাথায় ডানে-বামে তার হাতের ঘূর্ণন পৌছেনি।
(আহমাদ, তাবারানী ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' এ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, এর সদন সহীহ্।)
كتاب البعث
فصل فِي الْحَشْر وَغَيره
5467- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول تَدْنُو
الشَّمْس من الأَرْض فيعرق النَّاس فَمن النَّاس من يبلغ عرقه عَقِبَيْهِ وَمِنْهُم من يبلغ نصف السَّاق وَمِنْهُم من يبلغ إِلَى رُكْبَتَيْهِ وَمِنْهُم من يبلغ إِلَى الْعَجز وَمِنْهُم من يبلغ الخاصرة وَمِنْهُم من يبلغ مَنْكِبَيْه وَمِنْهُم من يبلغ عُنُقه وَمِنْهُم من يبلغ وَسطه وَأَشَارَ بِيَدِهِ ألجمها فَاه رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يُشِير هَكَذَا وَمِنْهُم من يغطيه عرقه وَضرب بِيَدِهِ وَأَشَارَ وَأمر يَده فَوق رَأسه من غير أَن يُصِيب الرَّأْس دور راحتيه يَمِينا وَشمَالًا

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান