আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৪৬৯
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাশর ইত্যাদির বর্ণনা
৫৪৬৯. হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কিয়ামতের দিন সমগ্র পৃথিবীতে হতে আগুন এবং জান্নাতের সামনে থাকবে তার উদ্ভিন্ন যৌবনা তরুণীগণ ও তার কুঁজোরাশি। সেই সত্তার কসম, যাঁর হাতে আব্দুল্লাহর প্রাণ রয়েছে, নিশ্চয় মানুষ এরূপ ঘর্মাক্ত হবে যে, ভূমির উপর দিয়ে তার দেহের উচ্চতা পরিমাণ উঁচু হয়ে ঘাম প্রবাহিত হবে। তারপর ঘাম আরও উঁচু হবে। এমন কি তা তার নাক পর্যন্ত পৌছবে। অথচ তখনও তার হিসাব শুরু হয়নি। লোকজন জিজ্ঞেস করল, হে আবু আব্দুর রহমান! এরূপ কেন হবে? তিনি বললেন, লোকজন যে পরিস্থিতির সম্মুখীন হবে, তা প্রত্যক্ষ করে।
(তাবারানী (র) মাওকূফ সূত্রে উৎকৃষ্ট ও শক্তিশালী সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানী (র) মাওকূফ সূত্রে উৎকৃষ্ট ও শক্তিশালী সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الْحَشْر وَغَيره
5469- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ الأَرْض كلهَا نَار يَوْم الْقِيَامَة وَالْجنَّة من وَرَائِهَا كواعبها وأكوابها وَالَّذِي نفس عبد الله بِيَدِهِ إِن الرجل ليفيض عرقا حَتَّى يسيح فِي الأَرْض قامته ثمَّ يرْتَفع حَتَّى يبلغ أَنفه وَمَا مَسّه الْحساب
قَالُوا مِم ذَلِك يَا أَبَا عبد الرَّحْمَن قَالَ مِمَّا يرى النَّاس يلقون
رَوَاهُ الطَّبَرَانِيّ مَوْقُوفا بِإِسْنَاد جيد قوي
قَالُوا مِم ذَلِك يَا أَبَا عبد الرَّحْمَن قَالَ مِمَّا يرى النَّاس يلقون
رَوَاهُ الطَّبَرَانِيّ مَوْقُوفا بِإِسْنَاد جيد قوي