আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৪৬৩
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাশর ইত্যাদির বর্ণনা
৫৪৬৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন তিন অবস্থায় মানুষের হাশর হবে, সংসার বিরাগী অবস্থায়, দু'জন একটি উটের উপর, তিনজন আরেকটি উটের উপর, চারজন আরেকটি উটের উপর, দশজন আরেকটি উটের উপর। এবং অবশিষ্টদেরকে একত্রিত করবে আগুন, তা তাদের সাথে দুপুরে অবস্থান করবে, যেখানে তারা দুপুরে বিশ্রাম করবে, তাদের সাথে রাত কাটাবে, যেখানে তারা রাত কাটাবে, তাদের সাথে তার সকালে থাকবে যেখানে তাদের সকাল হবে এবং তাদের সাথে তার সন্ধ্যায় থাকবে, যেখানে তাদের সন্ধ্যা হবে।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الْحَشْر وَغَيره
5463- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يحْشر النَّاس يَوْم الْقِيَامَة على ثَلَاث طرائق راغبين وراهبين وَاثْنَانِ على بعير وَثَلَاثَة على بعير وَأَرْبَعَة على بعير وَعشرَة على بعير ويحشر بَقِيَّتهمْ النَّار تقيل مَعَهم حَيْثُ قَالُوا وتبيت مَعَهم حَيْثُ باتوا وتصبح مَعَهم حَيْثُ أَصْبحُوا وتمسي مَعَهم حَيْثُ أَمْسوا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
الطرائق جمع طَريقَة وَهِي الْحَالة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
الطرائق جمع طَريقَة وَهِي الْحَالة