আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৪৬২
 অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাশর ইত্যাদির বর্ণনা
৫৪৬২. হযরত আমর ইবন শু'আয়ব-এ সূত্রে তাঁর পিতার মধ্যস্থতায় তাঁর পিতামহ থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন অহংকারীদেরকে পুরুষের আকৃতিতে পিঁপড়ার মত সমবেত করা হবে। সর্বস্থান থেকে লাঞ্ছনা তাদেরকে ঢেকে ফেলবে। তাদেরকে জাহান্নামের একটি বন্দীশালার দিকে হাঁকিয়া নিয়ে যাওয়া হবে, তাকে বলা হয়, বুলাস, তাদের উপর মহা অগ্নি বিস্তার করবে, তাদেরকে জাহান্নামীদের ঘাম তাহা নিকৃষ্ট আবর্জনাময় ঘোলা পানি পান করানো হবে।
(নাসাঈ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান। 'আল-কাবীর' গ্রন্থে হাদীসটির দুর্লভ শব্দাবলীর ব্যাখ্যা সহ হাদীসটি বর্ণিত হয়েছে।)
(নাসাঈ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান। 'আল-কাবীর' গ্রন্থে হাদীসটির দুর্লভ শব্দাবলীর ব্যাখ্যা সহ হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب البعث
فصل فِي الْحَشْر وَغَيره
5462- وَعَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن جده أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يحْشر المتكبرون يَوْم الْقِيَامَة أَمْثَال الذَّر فِي صور الرِّجَال يَغْشَاهُم الذل من كل مَكَان يساقون إِلَى سجن فِي جَهَنَّم يُقَال لَهُ بؤلس تعلوهم نَار الأنيار يسقون من عصارة أهل النَّار طِينَة الخبال
رَوَاهُ النَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَتقدم مَعَ غَرِيبه فِي الْكَبِير
رَوَاهُ النَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَتقدم مَعَ غَرِيبه فِي الْكَبِير