আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৪৬১
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাশর ইত্যাদির বর্ণনা
৫৪৬১. হযরত জাবির (রা)-সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন কিছু লোককে পিঁপড়ার মাথার আকৃতিতে পুনরুত্থিত করবেন। তাদেরকে মানুষ নিজেদের পদতলে মাড়াবে। জিজ্ঞেস করা হবে, পিঁপড়ার আকৃতিতে এগুলো কি? উত্তরে বলা হবে, এরা হচ্ছে দুনিয়ার দাম্ভিক লোকজন।
(বাযযার (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الْحَشْر وَغَيره
5461- وَرُوِيَ عَن جَابر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يبْعَث الله يَوْم الْقِيَامَة نَاسا فِي صور الذَّر يطؤهم النَّاس بأقدامهم فَيُقَال مَا هَؤُلَاءِ فِي صور الذَّر فَيُقَال هَؤُلَاءِ المتكبرون فِي الدُّنْيَا

رَوَاهُ الْبَزَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪৬১ | মুসলিম বাংলা