আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৪৬০
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাশর ইত্যাদির বর্ণনা
৫৪৬০. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় সত্যবাদী ও সত্যতা সমর্থিত ব্যক্তি (অর্থাৎ রাসূলুল্লাহ ﷺ) আমাকে বলেছেন যে, তিনটি দলে মানুষের হাশর হবে, একদল, আরোহী ভোজন-তুষ্ট ও পোষাক পরিহিত। একদল, তাদেরকে ফিরিশতাগণ তাদের মুখমণ্ডলের উপর দিয়ে হেঁচড়িয়ে নেবেন এবং অগ্নি তাদেরকে একত্রিত করবে। আর একদল, পায়ে হাঁটবে এবং দৌড়াবে।
(নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الْحَشْر وَغَيره
5460- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ إِن الصَّادِق المصدوق حَدثنِي أَن النَّاس يحشرون ثَلَاثَة أَفْوَاج فوجا راكبين طاعمين كاسين وفوجا تسحبهم الْمَلَائِكَة على وُجُوههم وتحشرهم النَّار وفوجا يَمْشُونَ ويسعون
الحَدِيث
رَوَاهُ النَّسَائِيّ
الحَدِيث
رَوَاهُ النَّسَائِيّ