আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৪৬৪
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাশর ইত্যাদির বর্ণনা
৫৪৬৪. তাঁরই থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন মানুষ এভাবে ঘর্মাক্ত হবে যে, তাদের ঘাম ভূমিতে সত্তর হাত নিচে পর্যন্ত যাবে। ঘাম তাদের মুখের লাগাত পর্যন্ত হবে এমনকি তাদের ঘাম কান পর্যন্ত পৌঁছবে।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الْحَشْر وَغَيره
5464- وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يعرق النَّاس يَوْم الْقِيَامَة حَتَّى يذهب فِي الأَرْض عرقهم سبعين ذِرَاعا وَإنَّهُ يلجمهم حَتَّى يبلغ آذانهم

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪৬৪ | মুসলিম বাংলা