আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫৪৩৮
অধ্যায়ঃ জানাযা
কবরের উপর বসা ও মৃত ব্যক্তির হাঁড় ভেঙ্গে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৪৩৮. হযরত উমারা ইব্ন হাযম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে একটি কবরের উপর বসা দেখে বললেন, হে কবরের উপর উপবিষ্ট ব্যক্তি। তুমি কবরের উপর থেকে নেমে যাও। তুমি কবরবাসীকে কষ্ট দিও না এবং সেও যেন তোমাকে কষ্ট না দেয়।
(তবারানী (র) আল-কাবীর' গ্রন্থে ইবন লাহী'আর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন।)
(তবারানী (র) আল-কাবীর' গ্রন্থে ইবন লাহী'আর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من الْجُلُوس على الْقَبْر وَكسر عظم الْمَيِّت
5441- وَعَن عمَارَة بن حزم رَضِي الله عَنهُ قَالَ رَآنِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جَالِسا على قبر فَقَالَ يَا صَاحب الْقَبْر انْزِلْ من على الْقَبْر لَا تؤذي صَاحب الْقَبْر وَلَا يُؤْذِيك
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة ابْن لَهِيعَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة ابْن لَهِيعَة