আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫৪৩৯
অধ্যায়ঃ জানাযা
কবরের উপর বসা ও মৃত ব্যক্তির হাঁড় ভেঙ্গে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৪৩৯. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মৃত ব্যক্তির হাঁড় ভেঙ্গে ফেলা তার জীবিত অবস্থায় হাঁড় ভেঙ্গে ফেলার মতই (গুনাহর কাজ)।
(আবু দাউদ ইবন মাজাহ ও ইবন হিব্বান (র) স্বীয় 'সহীহ্'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু দাউদ ইবন মাজাহ ও ইবন হিব্বান (র) স্বীয় 'সহীহ্'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من الْجُلُوس على الْقَبْر وَكسر عظم الْمَيِّت
5442- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كسر عظم الْمَيِّت ككسره حَيا
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه