আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৪৩৭
অধ্যায়ঃ জানাযা
কবরের উপর বসা ও মৃত ব্যক্তির হাঁড় ভেঙ্গে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৪৩৭. হযরত আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটা আমার কাছে কোন মুসলমানের কবরকে পদদলিত করার চেয়ে অধিক প্রিয়।
(তবারানী (র) 'আল-কাবীর' গ্রন্থে হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। 'আসল'-এ হাদীসটি মারফুরূপে বর্ণিত হয়নি।)
كتاب الجنائز
التَّرْهِيب من الْجُلُوس على الْقَبْر وَكسر عظم الْمَيِّت
5440- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ لِأَن أَطَأ على جَمْرَة أحب إِلَيّ من أَن أَطَأ على قبر مُسلم

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن وَلَيْسَ فِي أُصَلِّي رَفعه
tahqiqতাহকীক:তাহকীক চলমান