আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫৪৩৬
অধ্যায়ঃ জানাযা
কবরের উপর বসা ও মৃত ব্যক্তির হাঁড় ভেঙ্গে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৪৩৬. হযরত উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জ্বলন্ত অঙ্গার অথবা তরবারির (ধারের) উপর হাঁটা অথবা আমার পায়ের চামড়া দিয়ে আমার জুতো সেলাই করা, কোন কবরের উপর দিয়ে হাঁটার চেয়ে, আমার কাছে অধিক প্রিয়।
(ইবন মাজাহ (র) উৎকৃষ্ট সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন মাজাহ (র) উৎকৃষ্ট সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من الْجُلُوس على الْقَبْر وَكسر عظم الْمَيِّت
5439- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لِأَن أَمْشِي على جَمْرَة أَو سيف أَو أخصف نَعْلي برجلي أحب إِلَيّ من أَن أَمْشِي على قبر
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد جيد
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد جيد