আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫৪৩৫
অধ্যায়ঃ জানাযা
কবরের উপর বসা ও মৃত ব্যক্তির হাঁড় ভেঙ্গে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৪৩৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কারও পক্ষে জ্বলন্ত অঙ্গারের উপর বসা যার ফলে তার কাপড় পুড়ে যায় এবং শরীরের চামড়া পর্যন্ত পৌছে কোন কবরের উপর বসার চেয়ে শ্রেয়।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من الْجُلُوس على الْقَبْر وَكسر عظم الْمَيِّت
5438- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لِأَن يجلس أحدكُم على جَمْرَة فتحرق ثِيَابه فتخلص إِلَى جلده خير من أَن يجلس على قبر
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه