আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫৪২৯
অধ্যায়ঃ জানাযা
অনুচ্ছেদ
৫৪২৯. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন মু'মিনের জান কবয করার সময় হয়, তখন তার কাছে রহমতের ফিরিশতাগণ রেশমী কাপড় নিয়ে আসে এবং বলে, তুমি আল্লাহর নিয়ামতের দিকে বের হয়ে আস। তখন সে সর্বোৎকৃষ্ট মেশকের সুগন্ধির মত হয়ে বের হয়ে আসে। তারা প্রাণটি একে অপরকে দেয়, এবং তারা তার ঘ্রাণ নেয়। এভাবে তাকে নিয়ে তারা আকাশের দরজায় পৌঁছে। তখন তারা (আকাশের ফিরিশতাগণ) বলাবলি করে, পৃথিবী থেকে আসা এ পবিত্র সুগন্ধি কিসের? তারা যে আকাশেই পৌছে সে আকাশের ফিরিশতাগণ এভাবে বলাবলি করে তারপর তারা তাকে নিয়ে মুমিনদের রূহসমূহের কাছে পৌঁছে। তারা তাকে পেয়ে কোন স্বজন দূরে থাকা পরিবার তাদের প্রবাসী স্বজনের আগমনে যেরূপ আনন্দিত হয় তার চেয়ে বেশি আনন্দিত হয়। তারা জিজ্ঞেস করে, অমুকের কি হয়েছে? সাথে নিয়ে যাওয়া ফিরিশতাগণ বলে, তাকে (এখন) ছেড়ে দাও, সে একটু বিশ্রাম করুক। কেননা, সে দুনিয়ায় পেরেশানীতে ছিল। তখন সে উত্তর দেয়, অমুক তো মারা গিয়েছে, সে কি তোমাদের কাছে আসে নিঃ ফিরিশতাগণ বলে, তাকে তার ঠিকানা হাবিয়া জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে। পক্ষান্তরে কাফিরের কাছে আযাবের ফিরিশতাগণ একটি চট নিয়ে আসে এবং বলে, তুমি আল্লাহর ক্রোধের দিকে বের হয়ে আস। তখন পুঁতি দুর্গন্ধময় পঁচা লাশের মত হয়ে বের হয় এবং তাকে ভূমির দরজায় নিয়ে যাওয়া হয়।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। এবং ইবন মাজাহ সহীহ্ সনদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।)
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। এবং ইবন মাজাহ সহীহ্ সনদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
فصل
5432- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الْمُؤمن إِذا قبض أَتَتْهُ مَلَائِكَة الرَّحْمَة بحريرة بَيْضَاء فَيَقُولُونَ اخْرُجِي إِلَى روح الله فَتخرج كأطيب ريح الْمسك حَتَّى إِنَّه ليناوله بَعضهم بَعْضًا فيشمونه حَتَّى يَأْتُوا بِهِ بَاب السَّمَاء فَيَقُولُونَ مَا هَذِه الرّيح الطّيبَة الَّتِي جَاءَت من الأَرْض وَلَا يأْتونَ سَمَاء إِلَّا قَالُوا مثل ذَلِك حَتَّى يَأْتُوا بِهِ أَرْوَاح الْمُؤمنِينَ فَلهم أَشد فَرحا بِهِ من أهل الْغَائِب بغائبهم فَيَقُولُونَ مَا فعل فلَان فَيَقُولُونَ دَعوه حَتَّى يستريح فَإِنَّهُ كَانَ فِي غم الدُّنْيَا فَيَقُول قد مَاتَ أما أَتَاكُم فَيَقُولُونَ ذهب بِهِ إِلَى أمه الهاوية
وَأما الْكَافِر فيأتيه مَلَائِكَة الْعَذَاب بمسح فَيَقُولُونَ اخْرُجِي إِلَى غضب الله فَتخرج كأنتن ريح جيفة فَيذْهب بِهِ إِلَى بَاب الأَرْض
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَهُوَ عِنْد ابْن مَاجَه بِنَحْوِهِ بِإِسْنَاد صَحِيح
وَأما الْكَافِر فيأتيه مَلَائِكَة الْعَذَاب بمسح فَيَقُولُونَ اخْرُجِي إِلَى غضب الله فَتخرج كأنتن ريح جيفة فَيذْهب بِهِ إِلَى بَاب الأَرْض
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَهُوَ عِنْد ابْن مَاجَه بِنَحْوِهِ بِإِسْنَاد صَحِيح