আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৪২২
অধ্যায়ঃ জানাযা
অনুচ্ছেদ
৫৪২২. হযরত আবু হুরায়রা (রা)-এর সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, মু'মিন তার কবরে একটি সবুজ শ্যামল বাগানে অবস্থান করবে। তার জন্য তার কবর সত্তর হাত প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরকে পূর্ণিমার চাঁদের আলোর মত আলোকিত করে দেওয়া হবে। তোমরা কি জান, কি সম্পর্কে এ আয়াতইটি অবতীর্ণ হয়েছেঃ فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى (যে আমার যিকর থেকে বিমুখ) তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন এবং তাকে আমি কিয়ামতের দিন অন্ধ করে উঠাব।” (২০ঃ ১২৪) তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি জান, সংকীর্ণ জীবন কি? সাহাবায়ে কিরাম বললেন, আল্লাহ্ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেন, এটা কবরে কাফিরের শাস্তি। সেই সত্তার কসম, যাঁরা হাতে আমার প্রাণ, নিশ্চয় তার জন্য নিরানব্বইটি অজগর নিযুক্ত করা হবে। তোমরা কি জান, অজগর কি? অজগর হচ্ছে এমন সত্তরটি সর্পের সমান, যার প্রত্যেকটির সাতটি করে মাথা রয়েছে। তারা তাকে কিয়ামত পর্যন্ত কামড়াতে ও দংশন করতে থাকবে।
(আবু ইয়া'লা, ইব্‌ন হিব্বান (র) তাঁর সহীহ-এ-উভয়ে দাররাজ এর সনদে ইব্‌ন হুজায়রার সূত্রে আবু হুরায়রা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ ইবন হিব্বান বর্ণিত।)
كتاب الجنائز
فصل
5425- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الْمُؤمن فِي قَبره لفي رَوْضَة خضراء فيرحب لَهُ قَبره سَبْعُونَ ذِرَاعا وينور لَهُ كَالْقَمَرِ لَيْلَة الْبَدْر أَتَدْرُونَ فِيمَا أنزلت هَذِه الْآيَة فَإِن لَهُ معيشة ضنكا ونحشره يَوْم الْقِيَامَة أعمى طه 421 قَالَ أَتَدْرُونَ مَا الْمَعيشَة الضنك قَالُوا الله وَرَسُوله أعلم
قَالَ عَذَاب الْكَافِر فِي قَبره وَالَّذِي نَفسِي بِيَدِهِ إِنَّه يُسَلط عَلَيْهِ تِسْعَة وَتسْعُونَ تنينا أَتَدْرُونَ مَا التنين سَبْعُونَ حَيَّة لكل حَيَّة سبع رُؤُوس يلسعونه ويخدشونه إِلَى يَوْم الْقِيَامَة

رَوَاهُ أَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ كِلَاهُمَا من طَرِيق دراج عَن ابْن حجيرة عَنهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান