আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৪২৩
অধ্যায়ঃ জানাযা
অনুচ্ছেদ
৫৪২৩. হযরত আব্দুল্লাহ্ ইবন উমর (রা) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (ﷺ) কবরের আযাবের আলোচনা করলেন। তখন উমর (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। আমাদের জ্ঞান কি আমাদেরকে ফিরিয়ে দেয়া হবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ, ঠিক আজ যেমনটি আছ, তেমনি থাকবে। তখন উমর (রা) বললেন, তার মুখে পাথর থাকুক।
(আহমাদ (র) ইব্‌ন লাহী'আর সনদে এবং তবারানী উৎকৃষ্ট সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
فصل
5426- وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذكر فتان الْقَبْر فَقَالَ عمر أترد علينا عقولنا يَا رَسُول الله فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نعم كهيئتك الْيَوْم فَقَالَ عمر بِفِيهِ الْحجر

رَوَاهُ أَحْمد من طَرِيق ابْن لَهِيعَة وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪২৩ | মুসলিম বাংলা