আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৪২১
অধ্যায়ঃ জানাযা
অনুচ্ছেদ
৫৪২১. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কাফিরের জন্য
কবরের নিরানব্বইটি অজগর নিযুক্ত করা হবে, তারা তাকে কিয়ামত পর্যন্ত কামড়াতে ও দংশন করতে।
থাকবে। সেগুলোর মধ্যকার একটি অজগরও যদি পৃথিবীতে নিঃশ্বাস ছাড়ত তবে এ পৃথিবী তৃণ ও উৎপন্ন করত না।
(আহমাদ আবু ইয়া'লা, ইবন হিব্বান (র) সকলেই দাররাজের সনদে আবুল হায়সাম-এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
فصل
5424- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يُسَلط على الْكَافِر فِي قَبره تِسْعَة وَتسْعُونَ تنينا تنهشه وتلدغه حَتَّى تقوم السَّاعَة فَلَو أَن تنينا مِنْهَا نفخت
فِي الأَرْض مَا أنبتت خضراء

رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَمن طَرِيقه ابْن حبَان فِي صَحِيحه كلهم من طَرِيق دراج عَن أبي الْهَيْثَم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪২১ | মুসলিম বাংলা