আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫৪২০
অধ্যায়ঃ জানাযা
অনুচ্ছেদ
৫৪২০. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন মৃত্যুমুখে পতিত হয়, তখন সকাল সন্ধ্যায় তার সামনে তার অবস্থানের জায়গা পেশ করা হয়। যদি সে জান্নাতী হয়, তবে জান্নাতীদের অবস্থানের জায়গা পেশ করা হয়, আর যদি সে জাহান্নামী হয়, জাহান্নামীদের অবস্থানের জায়গা পেশ করা হয় এবং বলা হয়, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে পুনরুত্থিত করা পর্যন্ত এটা তোমার অবস্থানস্থল।
(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ ও আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। তবে আবু দাউদের রিওয়ায়েতে "এবং বলা হয়........ থেকে পরের অংশটুকু নেই।)
(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ ও আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। তবে আবু দাউদের রিওয়ায়েতে "এবং বলা হয়........ থেকে পরের অংশটুকু নেই।)
كتاب الجنائز
فصل
5423- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن أحدكُم إِذا مَاتَ عرض عَلَيْهِ مَقْعَده بِالْغَدَاةِ والعشي إِن كَانَ من أهل الْجنَّة فَمن أهل الْجنَّة وَإِن كَانَ من أهل النَّار فَمن أهل النَّار فَيُقَال هَذَا مَقْعَدك حَتَّى يَبْعَثك الله يَوْم الْقِيَامَة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَأَبُو دَاوُد دون قَوْله فَيُقَال إِلَى آخِره
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَأَبُو دَاوُد دون قَوْله فَيُقَال إِلَى آخِره