আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৪১৮
অধ্যায়ঃ জানাযা
অনুচ্ছেদ
৫৪১৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যদি তোমরা (মৃতদের) দাফন না করতে, তবে আমি আল্লাহর কাছে দু'আ করতাম, যেন তুমি তোমাদের কবরের আযাব শুনিয়ে দেন।
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
فصل
5421- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَوْلَا أَن لَا تدافنوا لَدَعَوْت الله أَن يسمعكم عَذَاب الْقَبْر

رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪১৮ | মুসলিম বাংলা