আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫৪১৭
অধ্যায়ঃ জানাযা
অনুচ্ছেদ
৫৪১৭. হযরত ইবন মাসউদ (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় মৃতদের কবরে আযাব দেওয়া হয়। এমনকি চতুষ্পদ জন্তু পর্যন্ত তাদের আওয়াজ শুনতে পায়।
(তবারানী 'আল-কাবীর' গ্রন্থে হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(তবারানী 'আল-কাবীর' গ্রন্থে হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
فصل
5420- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الْمَوْتَى ليعذبون فِي قُبُورهم حَتَّى إِن الْبَهَائِم لتسمع أَصْوَاتهم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن