আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৪১৬
অধ্যায়ঃ জানাযা
অনুচ্ছেদ
৫৪১৬. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত আছে যে, জনৈকা ইয়াহূদী তাঁর কাছে এল এবং কবরের আযাবের আলোচনা করল। তারপর মহিলাটি তাঁকে বলল, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। আয়েশা (রা) বলেন, তারপর আমি কবরের আযাব সম্পর্কে রাসূলুল্লাহ(ﷺ)কে জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন, কবরের আযাব সত্য। আয়েশা (রা) বলেন, এরপর আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে যখনই কোন সালাত আদায় করতে দেখেছি, তখনই তিনি কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করেছেন।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
فصل
5419- عَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن يَهُودِيَّة دخلت عَلَيْهَا فَذكرت عَذَاب الْقَبْر فَقَالَت لَهَا أَعَاذَك الله من عَذَاب الْقَبْر
قَالَت عَائِشَة فَسَأَلت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن عَذَاب الْقَبْر
فَقَالَ نعم عَذَاب الْقَبْر قَالَت فَمَا رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بعد صلى صَلَاة إِلَّا تعوذ من عَذَاب الْقَبْر

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান