আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৪১১
অধ্যায়ঃ জানাযা
পুরুষদেরকে কবর যিয়ারতের প্রতি উদ্বুদ্ধকরণ এবং মহিলাদেরকে কবর যিয়ারত ও জানাযার পেছনে যাওয়ার ব্যাপারে সতর্কীকরণ
৫৪১১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) কবর যিয়ারতকারিনী নারীদের প্রতি লা'নত
করেছেন।
(তিরমিযী, ইবন মাজাহ, ইবন হিববান (র) স্বীয় 'সহীহ'-এ-সকলেই উমর ইবন আবু সালামা-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর ব্যাপারে তাঁর পিতার সূত্রে আবু হুরায়রা (রা) থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে আপত্তি রয়েছে। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান সহীহ।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي زِيَارَة الرِّجَال الْقُبُور والترهيب من زِيَارَة النِّسَاء واتباعهن الْجَنَائِز
5414- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لعن زوارات الْقُبُور

رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه أَيْضا وَابْن حبَان فِي صَحِيحه كلهم من رِوَايَة عمر بن أبي سَلمَة وَفِيه كَلَام عَن أَبِيه عَن أبي هُرَيْرَة وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪১১ | মুসলিম বাংলা